পিবিএ,ঢাকা : রাজধানীর কেরানীগঞ্জের জিঞ্জিরায় পাঁচটি নকল কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে ২৬ ধরনের নকল কসমেটিক্সসহ ৮ কোটি টাকার পণ্য জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। যার অধিকাংশ শিশুর জন্য তৈরি। অভিযানে নামীদামি কোম্পানির পণ্য নকল করার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করা হয় ৫টি প্রতিষ্ঠান।
থরে থরে সাজানো কার্টনে ভরা নকল সব প্রসাধনী। বোঝার উপায় নেই এগুলো নকল পণ্য। এগুলোর অধিকাংশই কোমলমতি শিশুদের জন্য তৈরি।
নামীদামি বিভিন্ন কোম্পানির নামে নকল এসব পণ্য প্যাকেটজাত হয়ে চলে যায় অভিজাত এলাকার দোকন থেকে শুরু করে দেশের নানা প্রান্তে। এসব পণ্য কীভাবে তৈরি করা হয় তার বর্ণনা দিলেন অবৈধ এ কাজের সঙ্গ জড়িতরা।
একজন বলেন, কেমিক্যাল থাকে, সেটাকে চুলায় বসাতে হয়। দেড়ঘণ্টা পর চুলা থেকে নামিয়ে সেগুলোতে সুগন্ধি মিশিয়ে বাজারের জনসন বেবি লোশনের হুবহু নকল বোতলে ঢুকানো হয়। এগুলো প্রথমে রাজধানীর চকবাজারে এবং সেখান থেকে চলে যায় দেশের সব জায়গায়।
মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের জিঞ্জিরার আতাসুল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা এমন ৫টি কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ক্ষতিকর এসব কেমিক্যাল ব্যবহারের ফলে শরীরে ক্যান্সারের মতো রোগের ঝুঁকি রয়েছে বলেও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
যেসব দোকানে এসব নকল পণ্য বিপনন করা হতো তাদেরকেও শাস্তি আওতায় আনা হবে বলে জানান র্যাবের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
পিবিএ/জেডআই