শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা

odhibeshon-PBA

পিবিএ,সিরাজগঞ্জ: ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ)-তাড়াশ, সিরাজগঞ্জ জেলার আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ডিডিপি’র সহযোগিতায় তাড়াশ উপজেলা পরিষদ সভা কক্ষে ‘‘শিশু অধিকার বাস্তবায়ন সম্পর্কিত জবাবদিহিতা বিষয়ক অধিবেশন-২০১৯’’ শীর্ষক বড়দের সাথে শিশুদের এক ব্যতিক্রমধর্মী পাবলিক একাউন্টিবিলিটি সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪মার্চ) প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় এনসিটিএফ, তাড়াশ উপজেলার ২০জন শিশুসহ এবং উপজেলা প্রশাসন ও সুশিল সমাজের দায়িত্বপ্রাপ্ত ২০জন অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা পারভীন, মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আবু হাসান মির্জা এবং সভাপতিত্ব করেন এনসিটিএফ তাড়াশ উপজেলার সভাপতি সোহাগ কুমার বড়াইক।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ডিডিপি’র নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এইচসিজিএসি প্রজেক্টের প্রতিনিধি শামিম আহমেদসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির মডারেটর এর দায়িত্বপালন করেন এনসিটিএফ তাড়াশ উপজেলার সাধারন সম্পাদক আনন্দ কুমার বড়াইক। এসময় শিশুরা শিশু নির্যাতন, যৌন নির্যাতন, শিশুদের মাদকে জড়িয়ে পড়া, বাল্যবিবাহ বন্ধ,শিশু শ্রম,আদিবাসী সমাজে মেয়েদের প্রতি বৈষম্য, শিক্ষাপ্রতিষ্ঠানে নির্যাতন, স্বাস্থ্যসেবাসহ তাড়াশ উপজেলার শিশুদের সার্বিক পরিস্থিতি তুলে ধরে অতিথিদের কাছে ।

এসময় তাড়াশ উপজেলার স্ব-স্ব বিষয়ে দাযিত্বপ্রাপ্ত সকল অতিথিবৃন্দ শিশুদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

পিবিএ/এমএস/এফএস

আরও পড়ুন...