পিবিএ,শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় ১ম শ্রেণী পড়–য়া দুই কন্যাশিশুকে (৬) ধর্ষণ ও ৯ম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই লম্পটকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভুরদি নয়াপাড়া গ্রামের ১ম শ্রেণী পড়–য়া দুই কন্যাশিশুকে (৬) ধর্ষণের অভিযোগে একই এলাকার নওশের আলির পুত্র লম্পট শামীম মিয়া (১৪) কে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ ও শিশু দুটির পরিবার জানায়, শিশু দুটিকে লিচু খাওয়ানোর প্রলোভনে স্থানীয় ফারুকের লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে লম্পট শামীম। পরে সন্ধ্যায় পরিবারকে ঘটনা খুলে বলে শিশুরা। শনিবার সকালে শিশু দুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আবার, একই উপজেলার মধ্যনকলা এলাকার সথানীয় একটি হাইস্কুলের নবম শ্রেণী পড়–য়া ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে রূণীগাও এলাকার আব্দুস সাত্তারের পুত্র লম্পট জাহাঙ্গিরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
নকলা থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, গত ২৬ এপ্রিল অই স্কুলছাত্রীকে অপহরণ করে লম্পট জাহাঙ্গির। অপহরণের পরে একাধিকবার ধর্ষণ করে অই লম্পট। এ ব্যাপারে নকলা থানায় মামলা হলে শুক্রবার রাতে রাজধানী থেকে জাহাঙ্গিরকে গ্রেফতার করে পুলিশ। শনিবার সকালে স্কুলছাত্রীকে ডাক্তারি পরিক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/এনআই/হক