শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Gun Fight_PBA---1
প্রতীকী ছবি

পিবিএ,যশোর: যশোরে দুদল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শামীম (৩০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

পুলিশ বলেছ, নিহত শামীম শিশু আফরিন তৃষা ধর্ষণের পর হত্যায় জড়িত আসামি। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিহত শামীম শহরতলীর খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা। বুধবার ( ৬মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে যশোর শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের পাশে এ ঘটনা ঘটে। কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, ভোর সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পায় শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের কাছে দুদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধ চলছে।

পরে ঘটনাস্থলে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ শনাক্ত করেছে নিহত ওই যুবকের নাম শামীম। তিনি খোলাডাঙ্গার শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যায় জড়িত। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...