শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

পিবিএ,সাভার:সাভারের পৌর এলাকা আনন্দপুরে এক শিশু শিক্ষার্থী (০৫) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. ইদ্রিস (৩৮) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৫জুন) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদ ওই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আটকের বিষয়টি নিশ্চিত করে।

আটক মাদ্রাসা শিক্ষক মো. ইদ্রিস মাদারীপুর জেলার কালকিনী থানাধীন কানাই গ্রামের আ. রহমানের ছেলে।
ভুক্তভোগী শিশুটির পিতা পিবিএ’কে জানায়, অন্যান্য দিনের মতো সোমবার (২৪ জুন) সকাল শিশুটিকে মাদ্রাসায় পড়তে দিয়ে নিজের কর্মস্থলে চলে যায়। পরে বিকালে মাদ্রাসার ছুটির শেষে শিশুটিকে আনতে গিয়ে শিশুটিকে কাঁদতে দেখি। শিশুটির কাছে কান্নার কারণ জানতে চাইলে শিশুটি বলে মাদ্রাসা শিক্ষক নিজ ঘরে নিয়ে তাকেধর্ষণের চেষ্টা চালায় । পরে ভুক্তভোগী শিশুটির পিতা সাভার মডেল থানায় একটি লিখিত একটি অভিযোগ করে ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম সায়েদ পিবিএকে জানান, ভুক্তভোগী শিশুটির পিতার অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষক ইদ্রিসকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি ।

পিবিএ/এলএ/হক

আরও পড়ুন...