শিশু সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হল না মায়ের

পিবিএ, গোপালগঞ্জ: গোপালগঞ্জে দেড় মাসের শিশু পুত্রকে ডাক্তার দেখিয়ে আর বাড়ী ফেরা হল না গৃহবধূ মা নার্গিস বেগমের। গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের হয়েই মাটি টানা ট্রলির নিচে চাপা পড়ে জীবন দিতে হল তাকে।

এতে তার দেড় মাস বয়সী শিশু পুত্র মুস্তাকিনসহ দুইজন আহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে শহরের গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতানের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নার্গিস বেগম বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চরকুলিয়া গ্রামের সেলিম খানের স্ত্রী।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম পিবিএ’কে জানিয়েছেন, নিহত নার্গিস বেগম তার শিশু পুত্রকে ডাক্তার দেখানোর জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

পরে ডাক্তার দেখিয়ে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ভ্যানটি হাসপাতাল গেটের সামনে সড়কের উপর উঠলে একটি মাটি টানা ট্রলি চাপা দেয়।

এতে ঘটনাস্থলে নার্গিস বেগম নিহত হন এবং তার শিশু পুত্র মুস্তাকিন ও ভ্যান চালক গুরুতর আহত হন। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...