পিবিএ,ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভের পর প্রথমবারের মতো আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
ভাষণে দেশবাসীর উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ ভাষণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, সুশাসন প্রতিষ্ঠাসহ সরকারের উন্নয়ন পরিকল্পনা এবং লক্ষ্য-উদ্দেশ্যের কথা তুলে ধরবেন।
পিবিএ/জেডআই