হাত পরিস্কার করে কি হবে ? ময়লা জমছে মনে। মানুষের হৃদয়ে। মন থেকে কলুষতা দুর করতে হবে। মন থেকে খারাপ চিন্তা ঝেরে ফেলতে হবে। করোনা, পঙ্গপাল বা ঘূর্ণিঝড় এসব হচ্ছে সৃষ্টিকর্তার সর্তকবার্তা।
করোনার চাইতেও ভয়ংকর কালিমা মানুষের মনে। সামান্য অর্থের জন্য মানুষ খুন, ধর্ষণ, অন্যের সম্পদের উপর লোভ এসব এখন খুবই স্বাভাবিক ঘটনা। অর্থ সম্পদই শেষ কথা নয়। তা কি করোনা বুঝাতে পেরেছে। বুঝলে ভাল! নচেৎ আরো কঠিন সংকটময় পরিস্থিতি আসবে। এটাই পৃথিবীর বিধান।
পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ঈমানের ৭টি স্তম্ভের একটি হচ্ছে তাক্বদীর বা ভালো মন্দের ওপর আল্লাহর ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা। করোনা ভাইরাস সৃষ্টির সাথে সাথে মহান আল্লাহ এর প্রতিকারও রেখেছেন নিশ্চয়ই। ইনশাআল্লাহ ঠিক যথা সময়ে আল্লাহ এর প্রতিকার মানুষের চিন্তায় বিকাশ ঘটাবেন।
সাথে সাথে পৃথিবীর মানুষের উচিৎ নিজ নিজ কৃতকর্মের জন্য অনুতপ্ত হওয়া। মন্দ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করা। শুধু তাই নয় ভবিষ্যতের জন্য এই প্রার্থনা করা যে, আর কোন অন্যায় করবো না। অন্যের ধন সম্পদে লোভ করবো না। মানুষের ক্ষতি করবো না। মানুষকে কথায় কাজে কষ্ট দিব না। খুন, ধর্ষণ, লুট, দখল করবো না। মন থেকে সব রকম পাপাচারের কর্মকান্ড ঝেড়ে ফেলার এটাই সময়। তবেই হতে পারে সত্যিকারের প্রতিকার।
হাত-মুখ পরিচ্ছন্নতা কেবলই বাহ্যিক প্রতিকী বিষয়। সমস্যা আরো গভীরে প্রথিত। মন পরিস্কার করতে হবে। দিল খোলসা করতে হবে। এসবের মাধ্যমে হৃদয় সুস্থ্য করতে হবে।
পিবিএ/শতাব্দী আলম