পিবিএ ডেস্কঃ নিউজিল্যান্ড এর গতিদানব শেন বন্ড এর আজ জন্মদিন । ১৯৭৫ সালের আজকের এই দিনে ( ৮ জুন) তিনি জন্মগ্রহন করেন । শুভ জন্মদিন শেন বন্ড । অনেক অনেক শুভকামনা রইল ।
শেন এডওয়ার্ড বন্ড ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। টেস্ট, একদিনের আন্তর্জাতিক ও টুয়েন্টি২০ তে নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলিং করতেন।শেন বন্ড পেশায় একজন পুলিশ অফিসার ছিলেন। ২০০১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেক ঘটে । শেন বন্ড অস্ট্রেলিয়ার কঠিন শত্রু হিসাবে বিবেচিত ছিলেন ।২০০৩ বিশ্বকাপ এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ রানে ৬ উইকেট পেয়েছিলেন । পুলিশ অফিসার থেকে ক্রিকেটার বনে যাওয়া এই ক্রিকেটার টি নিয়মিত ১৪৫ কিমি এর বেশি গতিতে বল করতেন । কিন্তু তার খেলোয়াড়ি জীবনে ইনজুরি ছিল সাধারন ঘটনা । তিনি প্রায়ই পিঠের সমস্যা ,হাঁটুর আঘাত ,তলপেটের যন্ত্রণায় ভুগেছেন । ইনজুরি তার ক্যারিয়ার বেশি দীর্ঘ হতে দেয়নি। তিনি ইনজুরি এর কারনে ২০০৯ সাল এ টেস্ট এবং ২০১০ সালে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন । ইনজুরি না হলে তার ক্রিকেট ক্যারিয়ার আরও দীর্ঘ হতে পারতো । ক্রিক ইনফো এর ব্রাইডন কভারডেল তাকে নিউজিল্যান্ড এর সেরা ফাস্ট বোলার হিসাবে আখ্যায়িত করেছিলে।।
এক নজরে তার বোলিং ক্যারিয়ার :
টেস্ট ক্রিকেটঃ ৮৭ উইকেট ( ২২.০৯ গড়ে )
ওয়ানডে ক্রিকেটঃ ১৪৭ উইকেট (২০.৮৮ গড়ে )
টি ২০ ক্রিকেটঃ ২৫ উইকেট ( ২১.৭২ গড়ে )
পিবিএ/এমএস