শুভ জন্মদিন চিত্রনায়িকা পূজা

পিবিএ,ঢাকা: সেই ছোট্টবেলাতেই একটি ওয়াশিংপাউডারের বিজ্ঞাপনের মডেল হয়ে দর্শকের নজর কেড়েছিলেন পূজা চেরী। জাজ মাল্টিমিডিয়ার প্রথম ছবি ‘ভালোবাসার রঙ’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে প্রথম বড় পর্দায় আসেন পূজা। এরপর ‘তবুও ভালোবাসি’, ‘ভালোবাসতে মন লাগে’, ‘অগ্নি’, কৃষ্ণপক্ষ’ ও ‘বাদশা দ্য ডন’ ছবিতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন।

চোখের পলকেই ছোট্ট পূজা বড় হয়ে যান। জাজের হাত ধরেই যৌথ প্রযোজনার ‘নূরজাহান’ ছবি দিয়ে তার একক নায়িকা হিসেবে অভিষেক ঘটে। তবে নায়িকা পূজার উত্থান ‘পোড়ামন-২’ ছবি দিয়ে। সিয়ামের বিপরীতে এই ছবিটি পূজাকে রাতারাতি আলোচনায় নিয়ে আসে। সেই যাত্রাকে রঙিন করে পথ চলছেন এই তরুণী।

অভিনয়-নাচ-গ্ল্যামার দিয়ে তিনি প্রযোজক ও পরিচালকদের মনে আশা জাগিয়েছেন নতুন প্রজন্মের সিনেমায়। বিশেষ করে মশলাদার সিনেমায় তিনি দিনে দিনে হয়ে উঠছেন নির্ভরশীল নায়িকা।

আজ ২০ আগস্ট পূজা চেরীর জন্মদিন। বুধবার দিবাগত রাত ১২টার পর থেকেই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। অনেকেই কেক পাঠিয়ে সারপ্রাইজ দিচ্ছেন।

কী করছেন পূজা জন্মদিনে? কী তার বিশেষ প্ল্যান? জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরবন্দী সময় চলছে করোনার কারণে। এবার তাই ঘরে বসেই কাটবে জন্মদিন।’

তিনি আরও জানান, বেশ ঘটা করে অনেক মানুষকে সঙ্গে নিয়ে একটি পার্টি সেন্টারে এবারের জন্মদিনের অনুষ্ঠান করার পরিকল্পনা ছিল তার। কিন্তু করোনার কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

তাছাড়া কয়েকদিন আগেই একটি দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন পূজা। অবস্থা তেমন গুরুতর না হলেও চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে। তাই হৈচৈ করারও সুযোগ পাচ্ছেন না এবার। ‘তবে আসছে বছর সবাইকে নিয়ে জাঁকজমক করে জন্মদিন উদযাপন করবো’- যোগ করেন পূজা।

‘পোড়ামন ২’ দিয়ে সাফল্য পাওয়া পূজা অভিনীত এখন পর্যন্ত ‘দহন’ ও ‘প্রেম আমার’ নামের দুটি ছবি মুক্তি পেয়েছে। হাতে আছে ‘জ্বীন’, ‘সাইকো’ ও ‘শান’ নামের তিনটি ছবি। এগুলো করোনাকালের পর মুক্তি পাবে বলে জানান পূজা। নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন ‘হৃদিতা’ নামের একটি ছবিতে।

পিবিএ/এসডি

আরও পড়ুন...