শুভ জন্মদিন বাংলাদেশের প্রথম তারকা ক্রিকেটার

 

পিবিএ,ঢাকা: তিনি ১৯৯৭ সালের আইসিসি ট্রফি বিজয়ী বাংলাদেশ দলের একজন সদস্য ছিলেন। ২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। ১৯৯৫ সালের ওয়ানডে অভিষেকেও প্রতিপক্ষ ছিল ভারত। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে তার বোলিং গড় ৪০.৭৬ ও ওয়ানডেতে বোলিং গড় ৩৭.৯১ । হ্যাঁ বলছি বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিকের গল্প।

দারিদ্র্যের কারণে মোহাম্মদ রফিক খুব বেশী পড়ালেখা করতে পারেনি। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার সুবাধে প্রধানমন্ত্রীর কাছ থেকে দলের সব সদস্য জমি এবং একটি গাড়ি উপহার পেয়েছিলেন। কিন্তু রফিক ঐ জমিটা এলাকার স্কুলের জন্য এবং গাড়িটা বিক্রি করে স্কুল ঘর তৈরি করে দিয়েছেন। এই সম্পর্কে তাঁকে জিজ্ঞেস করলে রফিক বলেছিলেন; ‘আমি লেখাপড়া শিখতে পারিনি। তাই আমি উদ্যোগ নিলাম আমার মহল্লার সন্তানরা যেন পড়াশুনা শিখতে পারে!’

মূলকাজ বল হাতে থাকলেও বেশকিছু ম্যাচ ইনিংস ওপেন করেছিলেন! তবে বেশীরভাগ ম্যাচে ছিলেন আমাদের শেষদিকের ব্যাটিং কাণ্ডারি। ব্যাটে ঝড় তুলতে পারতেন; ছক্কা মারার অসাধারণ গুণ ছিল। টেস্টে ৩৪ ছয় আর ওয়ানডে ক্রিকেটে মেরেছেন ২৯ ছয়। টেস্ট এবং ওয়ানডে উভয় ক্ষেত্রে নিয়েছেন হাজারের উপর রান আর একশোর অধিক উইকেট। টেস্ট খুব কম খেলার আফসোস করছেন সবসময়। বল করতে পেরেছেন মাত্র ৪৮ ইনিংস বাংলাদেশ তখন বহু ম্যাচ ইনিংস ব্যবধানে হারত বলে রফিক আফসোস করতেন প্রচুর! আর এখন আমরা বড় দল হয়ে গেছি। রফিক আমাদের প্রথম তারকা ক্রিকেটার। আমাদের ক্রিকেট যতদিন আছে রফিকরা ততদিন থাকবে আমাদের হৃদয়ে।

১৯৭০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রফিক। শুভ জন্মদিন আমাদের দুঃসময়ের নায়ক।

আরও পড়ুন...