চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। তবে শুরুর ধাক্কা সামলে ইনিংস এগোচ্ছে দলটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২০.২ ওভারে দুই উইকেটে ১০০ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রেজা হেনড্রিকস ও কুইন্টন ডি কক। শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন এ দুই ব্যাটার।
ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে তানজিদ হাসান তামিমের হাতে জীবন পান রেজা হেনড্রিকস। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ইনিংসের সপ্তম ওভারে শরিফুল ইসলামের বলে বোল্ড হন এ ব্যাটার। এর আগে করেন ১২ রান।
তিনে নেমে এদিন ব্যর্থ হয়েছেন রাসি ফন ডার ডুসেন। মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে মাত্র ১ রান করেন তিনি। এরপর অবশ্য দলকে ভালোভাবেই এগিয়ে নিতে থাকেন ডি কক ও এইডেন মার্করাম।
আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে ফিফটি পূরণ করেন ১৫০তম ওয়ানডে ম্যাচ খেলতে নামা ডি কক। হাসান মাহমুদের বলে চার হাঁকিয়ে মাইলফলকে পৌঁছান তিনি। ডি কক ৫৯ ও এইডেন মার্করাম ২৭ রানে অপরাজিত আছেন।