শুরু হলো নতুন বছর। বছরের প্রথম দিনে পাঠ্যবইও হাতে পেয়েছে শিক্ষার্থীরা। তবে শুধু নতুন বই হলে চলবে না, পাশাপাশি চাই নতুন পোশাক, ছেলেমেয়ের আবদার মেটাতে উদ্যোগ নিয়েছেন দোকানিরা। যাঁরা এবারই প্রথম সন্তানকে স্কুলে দেবেন, তাদের হাতে নতুন রেডিমেড স্কুল ড্রেস হাতে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন দোকানিরা। ছবিটি সোমবার গোলাপ শাহ মাজার কমপ্লেক্সের সামনে থেকে তোলা। ছবি: পিবিএ

আরও পড়ুন...

preload imagepreload image