শৃংখলা ভঙ্গের দায়ে জবির চার শিক্ষার্থী বহিষ্কার

JABI

পিবিএ, জবি : অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে শৃংখলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে ৪ শিক্ষার্থীকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এর সহকারী পরিচালক মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সংবাদ

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিবাদমান শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে শৃংখলা ভঙ্গের অভিযোগ প্রমানিত হওয়ায় গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার রহমান শান্ত (আইডি নং : বি-১৭০৩০২০৪৬), গণিত বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম তুহিন (আইডি নং : বি-১৭০৩০২০৬৯), অর্থনীতি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান (আইডি নং : বি-১৬০৪০১০৫৮) এবং সিএসই বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রিফাতকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বহিস্কার করা হলো। এবং সাময়িক বহিস্কৃত থাকা অবস্থায় শিক্ষার্থীবৃন্দ কোন ক্লাস এবং পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না।

পিবিএ/এমআর/জিজি

আরও পড়ুন...