নাজমুল হুসাইন,ইবি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। পরে বিকাল পাঁচটায় দিকে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথীসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
এদিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীরা রঙ-তুলিতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও শেখ রাসেলের চিত্র তুলে ধরেন।
এসময়, ‘প্রাকৃতিক দৃশ্য’ এবং ‘জন্মদিনের রংতুলিতে শেখ রাসেল’ এই দুইটি ক্যাটেগরিতে তিনটি বিভাগের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা ‘প্রাকৃতিক দৃশ্য’, চতুর্থ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘জন্মদিনের রংতুলিতে শেখ রাসেল’ এবং ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘জন্মদিনের রংতুলিতে শেখ রাসেল’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন। আগামীকাল ১৮ অক্টোবর বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, ‘শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ইবি প্রশাসন। এরই অংশ হিসেবে আজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এই দিবস উপলক্ষে আমাদের হলে আবাসিক শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি।
উপ-উপাচার্য বলেন, আজকের বাংলাদেশে নারীরা সবক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। যার প্রমাণ ছেলেদের পাঁচটি হলকে পেছনে ফেলে মেয়েরা বিতর্কে জয়লাভ করলো। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের প্রতিফলন এটি।