শেখ হাসিনাকে শুভেচ্ছা জানালেন সোনিয়া গান্ধী

পিবিএ,ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আজ সকালের দিকে প্রধানমন্ত্রীকে ফোন করে তিনি শুভেচ্ছা জানান।

এছাড়াো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবও প্রধানমন্ত্রীকে ফোন করে অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তা পাঠান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও প্রধানমন্ত্রী লি কেকিয়াং। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং ঝু গণভবনে গিয়ে শেখ হাসিনাকে তাদের অভিনন্দন বার্তা হস্তান্তর করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ক্রিস্টালের তৈরি একটি নৌকাও উপহার দেন।

এ ছাড়া ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকও এবং প্রধানমন্ত্রী লোটে শেরিংও শেখ হসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে ২৮৮ আসনে জয় পায় নেতৃত্বাধীন মহাজোট আওয়ামী লীগ। আপরদিকে বিরোধী জোট ঐক্যফ্রন্ট পায় ৭টি আসন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...