শেখ হাসিনার ট্রেনে গুলিবর্ষণ: ৯ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ২৫

পিবিএ ডেস্ক: ঈশ্বরদীর বহুল আলোচিত শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণের মামলার রায় আজ বুধবার সকালে জনাকীর্ণ আদালতে ঘোষণা করা হয়েছে। রায়ে ৫২ জন আসামির মধ্যে ৯ জনের মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জন ইতোমধ্যেই মারা গেছেন।পাবনার স্পেশাল ট্রাইবুনালের অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর ভারপ্রাপ্ত বিচারক রুস্তম আলী ২১ রায় ঘোষণা করেন। পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে গুলি ও বোমা হামলা করা হয়। ঘটনার ২৫ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হল।

পিবিএ/বাখ

আরও পড়ুন...