দলের চারজন ছাড়া অন্য কারও কথা গ্রাহ্য করতেন না বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে এমন অভিযোগই করেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা।
তারা বলছেন শেখ হাসিনার এমন নীতির কারণেই তাদের দল আজ জনবিচ্ছিন্ন এবং ধ্বংসের পথে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা গণমাধ্যমটিকে বলেছেন, আপা (শেখ হাসিনা) আমাদের কথা শুনা বন্ধ করে দিয়েছিলেন। এক্ষেত্রে তিনি আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটি গ্রুপের কথা জানান। গ্রুপটির নাম ‘দ্য গ্যাং অব ফোর’। আওয়ামী লীগের ওই নেতা বলেছেন, এই চারজনের বাইরে কারও কোন পরামর্শই কানে তুলতেন না হাসিনা।
গ্যাং ফোরের সদস্যরা হচ্ছেন, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই গ্যাং অফ ফোরের সদস্যরাই আওয়ামী লীগকে পতনের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ ওই নেতার।
তিনি আরও বলেছেন, শেখ হাসিনা এই ব্যক্তিদের অন্ধের মতো বিশ্বাস করতেন যার ফলে তিনি তার অতীত রাজনৈতিক গৌরব হারিয়ে আজ পালিয়ে বেড়াচ্ছেন।