শেখ হাসিনা সরকার অনেক ধনী সরকার : ত্রাণ প্রতিমন্ত্রী

পিবিএ ডেস্ক:‘শেখ হাসিনা সরকার অনেক ধনী সরকার, এ সরকার ৫ লক্ষ ২৩ হাজার একশ নব্বই কোটি টাকার সর্বোচ্চ বাজেট দিয়েছে’- বলে মন্তব্য করেছে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এসময় তিনি, ২ লক্ষ ১১ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট দেওয়া হয়েছে যা জনগণের উন্নয়নে ব্যয় করা হবে বলে জানান ।

শনিবার দুপুরে সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় অবস্থিত সাভার মডেল কলেজের নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।

এসময় বক্তব্যে তিনি আরও বলেন, আমাদের মাথাপিছু আয় বেড়েছে, রপ্তানী বেড়েছে, রিজার্ভ বেড়েছে, বিদেশ থেকে রেমিটেন্স আসছে এবং মুদ্রাস্ফিতি এবং দরিদ্রের হার কমেছে। বর্তমানে অনেক ভালো অবস্থানে আছি উল্লেখ করে তিনি বলেন, যদি আমরা সদিচ্ছা প্রকাশ করি এবং সকলকে দূর্নীতি থেকে মুক্ত করতে পারি তাহলে বাংলাদেশকে অবশ্যই সিংগাপুর, মালয়েশিয়ার মতো উন্নত দেশ উপহার দিতে পারবো।

এসময় কলেজের অধ্যয়নরত ও নবীন শিক্ষার্থী উদ্দেশ্যে মন্ত্রী বলেন , আমি তোমাদের অভিনন্দন জানাই যে তোমরা বাংলাদেশ গড়ার হাল ইতিমধ্যেই ধরে নিয়েছো। আজকে শিক্ষার্থীরা নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে মডেল কলেজে যেভাবে বঙ্গবন্ধু মুজিবের অস্তিত্বের প্রকাশ ঘটিয়েছে সেজন্য এখানে আর কোন স্বাধীনতা বিরোধী সংগঠন দাড়াতে পারবেনা। মডেল কলেজের প্রতিটি ছাত্র-ছাত্রীর হৃদয়ে বঙ্গবন্ধুর নাম গেঁথে গেছে উল্লেখ করে মন্ত্রী । পরে তিনি আরো বলেন, এখানে মুক্তিযোদ্ধের বিরুদ্ধে ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং এগিয়ে যাওয়ার বিরুদ্ধে কেউ আর পিছন থেকে টান দিতে পারবেনা ।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, সাভার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল রহমান রাজিব,জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনমসহ প্রমুখ । ,
পিবিএ ,লোটন আচার্য্য/ইকে

আরও পড়ুন...