মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর: শেরপুর জেলার শ্রীবরর্দী উপজেলায় সহোদর দুই ভাই মাদকদ্রব্য সহ আটক হয়েছেন। শনিবার ১৯ সেপ্টেম্বর পুলিশ সুপার শেরপুর জনাব কাজী আশরাফুল আজীম পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অত্র শ্রীবরদী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনায় ডিউটি করাকালে এসআই/ মোঃ আজিজুল হাসান সঙ্গীয় এএসআই/ মোঃ ছামিউল হক, কং/৩২৭ মোঃ শফিকুল ইসলাম, কং/৩৮২ মোঃ ছানোয়ার হোসেন, কং/৩৪২ মোঃ ফারুক হোসাইন, কং/৮১৮ মোঃ শরিফুল হক, কং/৮১৪ মোঃ আঃ রহিম, ড্রাই কং/৬৮ মোঃ আনোয়ার হোসেন, সর্ব শ্রীবরদী থানা, শেরপুরগন সহ ইং ১৯ সেপ্টেম্বর শনিবার গোপনে মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ, শ্রীবরদী থানাকে জানাইলে অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় রাত অনুমান ৮.১০ মিনিটের সময় শ্রীবরদী থানাধীন বাবেলাকোনা কুমারগাতী গ্রামস্থ মোঃ সাইফুল ইসলাম ওরফে আলেক মিয়া, পিতা-আবুল কালাম ওরফে কালা মিয়ার পশ্চিম দুয়ারী টিনের চৌচালা বসত ঘরে পৌছাইয়া উক্ত আসামীকে ধৃত করেন। ইং ১৯ সেপ্টেম্বর রাত অনুমান ৮.২০ ঘটিকায় আসামীর দেখানো মতে তাহার ব্যবহৃত খাটের নিচ হইতে পুরাতন লুঙ্গী দ্বারা পেচানো অবস্থায় ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ করেন।
উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী ধৃত আসামীর বাড়ীর পাশেই তাহার আপন ভাই মোঃ আল আমিন (২৪), পিতা-আবুল কালাম ওরফে কালা মিয়া, সাং-বাবেলাকোনা কুমারগাতী, থানা-শ্রীবরদী, জেলা-শেরপুরকে ১৯ সেপ্টেম্বর তারিখ রাত অনুমান ৮.৪০ ঘটিকার সময় গ্রেফতার করেন। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে আসামীর ব্যবহৃত ষ্টীলের সুকেচের ডান পাশের উপরের ড্রয়ার হইতে মোট ০৪টি এয়ার টাইট জিপারের মধ্যে রক্ষিত ১৪০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় রাত ৮.৫০ সময় জব্দ তালিকা প্রস্তুত করা হয়। জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন এবং বাদী নিজে স্বাক্ষর করেন। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় তাহাদের নিকট হইতে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে রাখার বিষয়টি স্বীকার করে। বাদীর এজাহার প্রাপ্ত হইয়া উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে ০২টি পৃথক মামলা রুজু করা হইয়াছে বলে জানাযায়।শেরপুর জেলার শ্রীবরর্দী মামলা নং-২০ ও ২১ এ ব্যাপারে শেরপুর পুলিশ প্রশাসন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পিবিএ/মোহাম্মদ দুদু মল্লিক/এসডি