পিবিএ, শেরপুর: বাল্যবিয়ে ও যৌতুক সামাজিক ব্যধি। বাল্যবিয়ে ও যৌতুকের কারণে পরিরার ও সমাজ জীবনে নেমে আসে অশান্তি। এতে নারীর অগ্রযাত্রা ব্যহত হওয়ার পাশাপাশি দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত হয়। এজন্য বাল্যবিয়ে ও যৌতুকমুক্ত সমাজ বিনির্মাণে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষে শেরপুরে নালিতাবাড়ীতে আয়োজন করা হয়েছে ‘নারী ফুটবল খেলা’। সোমবার (২২ এপ্রিল) বিকেলে নালিতাবাড়ী তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সচেতনতামূলক নারী ফুটবল খেলাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান।
নালিতাবাড়ীর কাকরকান্দি কিশোরী ক্লাব বনাম শ্রীবরদীর ভায়াডাঙ্গা কিশোরী ক্লাবের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় শ্রীবরদীর ভায়াডাঙ্গা কিশোরী ক্লাব ১-০ গোলে জয়লাভ করে। নালিতাবাড়ী উপজেলা প্রশাসন, নালিতাবাড়ী পৌরসভা, প্রেসক্লাব নালিতাবাড়ী, শেরপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম, ব্রাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচি এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডি’র সহায়তায় নাগরিক প্ল্যাটফরম জন উদ্যোগে শেরপুর জেলা কমিটি এ নারী ফুটবল খেলার আয়োজন করে।
খেলা শুরুর আগে বাল্যবিয়ে ও যৌতুক বিরোধী এক শপথ অনুষ্ঠিত হয়। এসময় নারী খেলোয়াড়রা ছাড়াও খেলা দেখতে আসা দর্শক-সমর্থক এবং উপস্থিত সুধীবৃন্দ মুষ্টিবদ্ধ ডান হাত সামনে উচিয়ে বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শপথ বাক্য উচ্চারণ করে প্রায় পাঁচ শতাধিক উপস্থিতির সকলেই বলেন- ‘বাল্যবিয়ে করবো না, সইবো না, মানবো না।
যৌতুক দেবোনা, নেবোনা, মানবো না। লেখাপড়া শিখবো। নিজেকে গড়বো। বাল্যবিয়ে ও যৌতুক সম্পর্কে নিজেরা সচেতন হবো, অপরকে সচেতন করতে সচেষ্ট থাকবো। নিজেকে যৌতুক ও বাল্যবিয়ে থেকে মুক্ত রাখবো। সমাজকে বাল্যবিয়ে ও যৌতুক মুক্ত করতে সাধ্যমতো ভুমিকা রাখতে চেষ্টা করবো। দেশকে জানবো, দেশকে গড়বো। সবাই সবার জন্য কাজ করবো।’ শপথ বাক্য পাঠ করান ইউএনও মো. আরিফুর রহমান।
পরে বাল্যবিয়ে ও যৌতুকের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র মো. আবুবকর সিদ্দিক, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, নালিতাবাড়ী থানার ওসি মো. আবুল খায়ের, প্রেসক্লাব সভাপতি এমএ হাকাম হীরা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, ব্র্যাক জেলা প্রতিনিধি মো. আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনউদোগ শেরপুর জেলা কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ।
পিবিএ/এসএম/আরআই