পিবিএ,শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শামীম (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তর ডেফলাই গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামেরই আবুল কাশেমের ছেলে।
নলকুড়া ইউপি চেয়ারম্যান আয়ুব আলী ফর্সা জানান, শামীম বাড়িতে গোসল করার মুহুর্তে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে (শামীম) মৃত বলে ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) আব্দুল কাদের বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের আবেদনক্রমে মৃতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পিবিএ/ইএইচকে