পিবিএ,শেরপুর: শের পুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনাসরিষা-৯ জাতের সম্প্রসারণ ও প্রসারের লক্ষ্যে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার নওকুচি গ্রামে বিনা উপকেন্দ্র নালিতাবাড়ি এই মাঠ দিবসের আয়োজন করেন।
কৃষক মো. হাসর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ মো. আশরাফ উদ্দিন। বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র নালিতাবাড়ির বৈজ্ঞানিক কর্মকর্তা নাসরিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ফরহাদ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী, আফাজ উদ্দিন, কৃষক হাবিবুর রহমান প্রমুখ।
পিবিএ/ইএইচকে