পিবিএ,শেরপুর: দেশে মোবাইল বিস্ফোরণ ঘটনা এর আগেও ঘটেছে। এবার মোবাইল বিস্ফোরণের এই অভিযোগ তুলেছেন শেরপুরের নকলা উপজেলার বাজারদী এলাকার বাসিন্দা নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অর্নব রায়হান।
১১ ফেব্রুয়ারী বিকেলে অর্নব মোবাইল চার্জ দিয়ে পড়ালেখা করছিল ঠিক তখনই বিস্ফোরিত হয় শাওমি ব্র্যান্ডের গও- অ ৫ মডেলের মোবাইলটি। তবে এতে সেই স্কুল ছাত্র আহত হয়নি।
পিবিএ/এনই/এমএসএম