পিবিএ,শেরপুর : নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে নকলা বাজারের হল চত্তর এলাকা থেকে বিপিএল খেলা কেন্দ্র করে জুয়া খেলায় সোমবার বিকেলে ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানা পুলিশের একটি দল অভিযানের মাধ্যমে সোমবার বিকেলে শুরু হওয়া বিপিএল খেলাকে কেন্দ্র করে জুয়া খেলার সময় বাজারদী গ্রামের কালা মিয়া (২৮) ও আঃ সালাম (২৫), ইশিবপুর গ্রামের আব্দুল আলীম (৩২), কুর্শা বাদাগৈড় গ্রামের সুমন (২৩) এবং কায়দা গ্রামের জমির উদ্দিন (৪২) কে গ্রেফতার করে। এসময় একটি ২১ ইঞ্চি রঙ্গিন টিভি জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে গ্রেফতার কৃত আসামীদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ নেওয়াজ ঘটনার সতত্যা স্বীকার করেছেন।
পিবিএ /এন আই/ হক