মারুফ সরকার,ঢাকা: আজ সকাল ১১ঃ০০টায় রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকার শেরেবাংলা পথকলি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শেরেবাংলা পথকলি স্কুলের উপদেষ্টা মোঃ ফারুক হোসেন এর অর্থায়নে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় শেরেবাংলা পথকলি স্কুলের সভাপতি আর. কে রিপন বলেন করোনার ভাইরাসের কারণে বর্তমান সময়ে খারাপ অবস্থার মধ্যে আছে দেশ। অনেকে বেকার হয়ে গেছে। তাই সকল বিত্তশালীদের অসহায়দের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করতে আহ্বান জানাই। তিনি আরো বলেন জানি না সামনের অবস্থা আরো কেমন হবে, তাই যাদের সামর্থ আছে তারা অসহায়দের পাশে দাঁড়ান, সরকারের সাথে সহযোগিতা করুন।
কারণ সরকারের একার পক্ষে এতো কিছু করা সম্ভব না। তাই আমি আবারো আপনাদের প্রতি অনুরোধ করবো আপনারা সবাই একসাথে এগিয়ে আসুন। এখন সময় কাজ করার। ইনশাল্লাহ আমরা এই বিপদ থেকে আল্লাহ রহমতে রক্ষা পাবো এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো।
পিবিএ/বিএইচ