পিবিএ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে তৃতীয় দিনে ২৩৩ জনের আপিল শুনানি করেছেন নির্বাচন কমিশন। এর মধ্যে ৮৪ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। এবং বাকি ১৪৯ জন প্রার্থিতা বাতিল করা হয়েছে।
শনিবার ৮ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির তিন দিনের শেষ দিন আজ।
আপিলে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সহ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।
পিবিএ/ এসআই/জেডআই