শেষ হলো কুবি হাল্ট প্রাইজের দুই দিনের ওয়েবিনার

ইমরান হোসাইন, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) হাল্ট প্রাইজের তৃতীয় আসরের জন্য আয়োজন করেছে। এ আয়োজনকে সুষ্ঠভাবে সম্পূর্ন করতে ১৭ ও ১৮ আগস্ট (মঙ্গলবার ও বুধবার) এ ট্রেনিং সেশনের আয়োজন করেছে।

এতে ট্রেইনার হিসেবে ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ১৬-১৭ সেশনের মো. জহির রায়হান। যিনি এবারের হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস প্রোগ্রামের এডভাইজার হিসেবে আছেন। তিনি তার বক্তব্যে কমিউনিকেশন, স্পন্সরশীপ, ক্লাব পার্টনারশীপ এবং জার্জ ও পার্টিসিপেন্ট ম্যানেজমেন্ট নিয়ে বিস্তররূপে আলোচনা করেন।কিভাবে যোগাযোগ করলে স্পন্সর আর জার্জ আনা যাবে, ক্লাব পার্টনারশীপের প্রয়োজনীয়তা এবং কিভাবে পার্টিসিপেন্টদের আগ্রহী করতে হবে এই ব্যাপারে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলেন।

এছাড়া ট্রেইনিংয়ে স্পিকার হিসেবে ছিলেন তৌফিক আহমেদ উচ্ছ্বাস। যিনি ২০২১ হাল্ট প্রাইজ চিটাগং ইম্পেক্ট সামিটের লিড অর্গানাইজার। তিনি তার সেশনে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে বিস্তর আলোচনা করেন। তিনি তার আলোচনায় কিভাবে ইভেন্ট পুরোপুরিভাবে ম্যানেজ করতে হবে, কোন সময়ে ইভেন্ট করা উচিত, কিভাবে ইভেন্ট করলে তা সফল হবে, প্রতিটি ডিপার্টমেন্ট কিভাবে তাদের নিজেদের কাজ করবে, চ্যালেঞ্জ রিলেটেড করে কিভাবে বিচারক যাচাই করতে হবে, কিভাবে বিচারকদের সাথে যোগাযোগ করবে, কিভাবে প্রোগ্রামকে প্রমোট করতে হবে এবং কিভাবে প্রতিযোগীদের মনোযোগ আকর্ষণ করতে হবে এমন অনেক প্রকার কৌশল আর টিপস নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট প্রতিযোগীতাটিকে সফল করার লক্ষ্যে ২৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছিল। যাতে ক্যাম্পাসের ডিরেক্টর হিসেবে আছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের আসমা আক্তার মুক্তা।

হাল্ট প্রাইজ ফাউন্ডেশন এবার “পৃথিবীকে স্বরূপে ফেরানো” স্লোগানকে ধারণ করে চ্যালেঞ্জ দিয়েছে “Jobs Now”। অর্থাৎ ২০২৪ সালের মধ্যে ২০০০ কর্মসংস্থান তৈরির চ্যালেঞ্জ নিয়ে এবারের কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। মূলত, তাদের কার্যক্রম সুষ্ঠুভাবে হওয়ার জন্যই দুইদিনের ওয়েবিনার করা হয় যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন...