পিবিএ,ঢাকা: করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে দেশে চলছে সাধারণ ছুটি। এরইমধ্যে শেয়ারবাজারে লেনদেন চালু করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ পরিস্থিতিতে ডিএসইর পর্ষদ ১০ মে থেকে লেনদেন চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
এর অনুমোদন দিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) রোববার চিঠি দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএসইসির মুখপাত্র সাইফুর রহমান বলেন, রোববার ডিএসইর কাছে আমরা একটি চিঠি পাঠিয়েছি। সেখানে করোনা পরিস্থিতিতে লেনদেন চালু করার বিষয়ে আবেদন জানানো হয়েছে। চিঠিতে অনেক বিষয়ের ওপর অব্যাহতি চাওয়া হয়েছে।
এদিকে বিএসইসি চিঠিটি পর্যালোচনা করেছে। করোনাভাইরাস মোকাবিলায় চলমান সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে ছুটি চলছে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলোও বন্ধ আছে। এ পরিস্থিতিতে পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকার বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা আলোচনা।
পিবিএ/এএম