শৈলকুপায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

পিবিএ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আব্দুল মালেক (৪০) নামে এক ব্যক্তিকে তার বড় ভাই কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। নিহত আব্দুল মালেক উপজেলার চরবাখরবা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। এলাকাবাসী জানায়, পৈত্রিক জমাজমির ভাগ-বাটোয়ারা নিয়ে গত শনিবার রাতে পারিবারিক সালিসে বসেন আব্দুল মালেক। এ সময় বড় ভাই আব্দুল খালেকের সঙ্গে তার বাকবিতন্ডা হয়।

 ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আব্দুল মালেক (৪০) নামে এক ব্যক্তিকে তার বড় ভাই কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

এক পর্যায়ে আব্দুল খালেক কুড়াল দিয়ে কুপিয়ে মালেককে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে আব্দুল মালেক মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ূবুর রহমান জানান, পারিবারিক বিরোধে ভাইকে হত্যা খবর শুনেছি। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

পিবিএ/এ/আরআই

আরও পড়ুন...