শৈশবে ঘুড়ি উড়ায় নাই এমন কাউকে পাওয়া যাবেনা। পলিথিন পেপার হোক বা সাদা কাগজ দিয়ে ঘুড়ি বানানোর কত চেষ্টাইনা করা হয়। প্রখর রোদে তাপ উপেক্ষা করে দক্ষিণা বাতাসে ঘুড়ি উড়াতে কার না ভালো লাগে। ঋতুচক্রের এই সময়ে গ্রামীণ শিশুদের বিনোদনের একটি উৎস ঘুড়ি উড়ানো। ছবিটি নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী থেকে তোলা। শুক্রবার, ৩১ মে। ছবি : পিবিএ