যশোরের শার্শায় প্রথম সন্তান জন্মের ২৬ দিন পর আরও দুই সন্তান

পিবিএ,বেনাপোল: মা ও শিশুরা সুস্থ আছে। দুটি জরায়ুর কারণে এটা হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। শিশুদের মা আরিফা সুলতানা ইতি জেলার শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের সুমন বিশ্বাসের স্ত্রী।

গত ২৫ ফেব্রুয়ারি তার স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার একটি অপরিণত ছেলেসন্তানের জন্ম হয়। তবে চিকিৎসায় সে সুস্থ হয়। এর ২৬ দিন পর ইতি অসুস্থ হলে ২২ মার্চ তাকে যশোরের আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারে তার একটি ছেলে ও মেয়ে শিশুর জন্ম হয়।

আদ-দ্বীন হাসপাতালের গাইনি বিভাগের প্রধান শিলা পোদ্দার বলেন, “এখানে আনার পর আলট্রাসনোগ্রাফিতে দেখতে পাই তার জরায়ু দুইটা। আগে একটা জরায়ু থেকে একটি শিশুর জন্ম হয়েছে। আমাদের এখানে দ্বিতীয় জরায়ু থেকে দুটি সন্তানের জন্ম হয়েছে। এটি একটি বিরল ঘটনা। আমি এই প্রথম এ ধরনের কেস দেখলাম। এর আগে আমি এমন ঘটনা দেখিনি এবং শুনিনি।

পিবিএ/এসএন/এমএসএম

আরও পড়ুন...