শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর লাশের শরীরে আগুন;স্বামী আটক

পিবিএ,ঢাকা: রাজধানীর মুগদায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশের শরীরে আগুন দিয়েছে কমল হোসেন। এই ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। নিহতের নাম হাসি (২৬)।

বুধবার সকালে এই ঘটনাটি ঘটে। পরে মুগদা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণয় কুমার সাহা পিবিএ’কে জানান, হাসি ও কমল গত ৮ মাস আগে বিয়ে করেন। এটি তাদের দ্বিতীয় বিয়ে। হাসির বাড়ী দিনাজপুর জেলায়। বর্তমানে তারা দক্ষিণ মুগদা ব্যাংক কলোনী এলাকায়য় থাকতো।

তিনি আরো জানান, পারিবারিক কলহের কারণে কমল স্ত্রী হাসিকে সকালে গলা টিপে হত্যা করে। পরে লাশের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ঘাতক কমলকে আটক করেছে। আর লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...