শ্রমিক দিবস উদযাপনের মাধ্যমে রাবিতে ‘উৎসর্গের’ যাত্রা শুরু

পিবিএ,রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) তে শ্রমিক দিবস উদযাপনের মাধ্যমে উৎসর্গ নামক সংগঠনের যাত্রা শুরু। অর্ধশতাধিক সদস্য শ্রমিক দিবস উপলক্ষে দুপুর ১২ টা ৩০ মিনিটে শহীদ মিনার থেকে মিছিল বের করে । বুধবার দুপুর ১২ টায় কিছু সংখ্যক শ্রমিককে দুপুরের খাবার এবং ঠান্ডা পানির ব্যবস্থা করেন সংগঠনের সদস্যরা।

উৎসর্গ
শ্রমিক দিবস উপলক্ষে দুপুরের খাবার এবং ঠান্ডা পানির ব্যবস্থা করেন ‘উৎসর্গের’ সদস্যরা

খাবার পরিবেশনের পর আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সংগঠনের সদস্যরা এবং কিছু রিক্সাচালক শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করে । সংগঠনটির সদস্য আসিফ আবেদীন আকাশ ‘পিবিএ’ কে বলেন, আমরা অনেক অনেক আনন্দিত যে আজকের মতো বিশেষ একটি দিনে আমরা আমাদের সংগঠনটি উদ্বোধন করতে পেরেছি।

শ্রমিকদেরকে সভ্যতার কারিগর বলা হয়ে থাকে অথচ আজ সমাজে তারা ভীষণ অবহেলিত। আমরা যেহেতু অবহেলিত জনগোষ্ঠী নিয়ে কাজ করবো তাই আজকের মতো এই দিনে আমরা তাদের পাশে থেকে আমাদের সাধ্যমতো তাদেরকে আনন্দিত করার ব্যাবস্থা করছি। আর এ আয়োজন করতে পেরে এবং তাদেরকে আনন্দিত করতে পেরে আমরাও ভীষণ আনন্দিত।

আর্ত মানবতার সেবার উদ্দেশ্যকে সামনে রেখে উৎসর্গের যাত্রা শুরু। সংগঠনটির কিছু প্রধান কাজ হচ্ছে,পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং অবহেলিত শিশুদের শিক্ষার উন্নয়নে কাজ করা। এছাড়াও ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্নতা রাখা সহ জনসচেতনতা সৃষ্টিতে কাজ করে থাকে।

শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় প্রধান অতিথি চট্টগ্রামের বারইয়ারহাট ক্যাডেট মাদ্রাসার নির্বাহী পরিচালক ও সভাপতি ইঞ্জিনিয়ার মো.হোসেন আহমেদ ভূইয়াসহ সংগঠনটির সকল সদস্য উপস্থিত ছিলেন ।

পিবিএ/এসএফ/আরআই

আরও পড়ুন...