শ্রীদেবী অভিনীত ‘মম’ মুক্তি পাবে চীনে

sridevi

পিবিএ ডেস্ক : এক বছর হয়ে গেল প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। এখনও তা মেনে নিতে পারেন না অনেকেই। অভিনেত্রী হিসেবে ভারতীয় সিনেমা তাকে মনে রাখবে চিরকাল। মনে রাখবে তার অভিনয়। শ্রীদেবীর ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি ‘মম’। এবার সে ছবি মুক্তি পাবে চীনে। ৫০ বছরের সফল ফিল্মি ক্যারিয়ারে বহু মনে রাখার মতো ছবি করেছিলেন শ্রীদেবী। ‘মম’-এর জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। পোল্যান্ড, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ডের পর এবার চীনেও দর্শক দেখতে পাবেন এই ছবি। আগামী ২২ মার্চ সে দেশে মুক্তি পাবে ‘মম’।

শ্রীদেবী ছাড়াও ‘মম’-এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন এ আর রহমান। প্রযোজক বনি কপূরের কথায়, ‘মম এমন একটা ছবি প্রত্যেক মা নিজের সঙ্গে রিলেট করতে পেরেছেন। এটা শ্রী-র শেষ ছবি। যত বেশি সম্ভব দর্শককে ছবিটা দেখাতে চাই আমরা। মুক্তির দুই বছর পরেও মানুষ ভালবেসে ছবিটা দেখছেন।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...