গাজীপুর জেলার শ্রীপুর এলাকা থেকে হত্যা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা এবং যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০টির অধিক মামলার চাঞ্চল্যকর অপরাধের পলাতক আসামী এবং বহুল আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল ওহাব ওরফে কুপন ওরফে খোকন(৪৫)’কে দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র্যাব-২।
গ্রেফতারী পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল ওহাব ওরফে কুপন ওরফে খোকন(৪৫) একজন পেশাদার শীর্ষ মাদক ব্যবসায়ী।
২০১৭ সালের ১৬ ডিসেম্বর বিপুল পরিমাণ মাদকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ্বরদী থানায় মামলা নং-৩৯, তারিখ-১২/১২/২০১৭খ্রিঃ, ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর টেবিল ১(খ)/ ৯(ক) এ মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী নয় মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্য দিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটির বিচারিক কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামী আব্দুল ওহাব ওরফে কুপন ওরফে খোকন(৪৫)’কে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ (ছয়) মাস কারাদণ্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামী দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে রয়েছে মর্মে তথ্যের ভিত্তিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুল ওহাব ওরফে কুপন ওরফে খোকন(৪৫)’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গতকাল দিবাগত রাতে র্যাব-২ এর একটি আভিযানিক দল গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন মাওনা এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুল ওহাব ওরফে কুপন ওরফে খোকন(৪৫), পিতা- মৃত রহমত আলী মোল্লা, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আব্দুল ওহাব উল্লিখিত মাদক মামলাসহ সন্ত্রাসী কর্মকান্ডের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে পাবনা জেলার বিভিন্ন থানায় হত্যা, মারপিট এবং মাদক মামলাসহ সর্বমোট ২০টির অধিক মামলা রয়েছে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলায় ঈশ্বরদী থানায় সাতটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এ ধরনের অপরাধে জড়িত পলাতক অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।