রুবেল আহম্মদ,শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ৪১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ছালেক মিয়া আটক ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ০১:৩০ ঘটিকায় জেলার পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন এর নির্দোশনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র)/মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ১নং মির্জাপুর ইউপির অন্তর্গত ভবানপুর সাকিনস্থ ছালেক মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ছালেক মিয়া (৪৫),কে আটক করা হয়।
আটককৃত ছালেক মিয়ার বসত ঘর হতে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রয়ের নগদ ৪৪০/-(চারশত চল্লিশ) টাকা উদ্ধার করা হয়। আটককৃত ছালেক মিয়া ১ নং মির্জাপুর ইউপির ভবানপুর গ্রামের মৃত কুদ্দুছ মিয়া ছেলে।
আটকের বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ পিপিএম জানান যে আটককৃত মাদক কারবারি ছালেক মিয়ার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর পর আজ দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।