পিবিএ ডেস্ক: শ্রীলঙ্কার নির্বাচন কমিশন বুধবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। নির্বাচন সচিবালয় জানিয়েছে, ১৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, আর মনোনয়ন শুরু হবে ৭ অক্টোবর। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।
লঙ্কান প্রেসিডেন্ট নির্বাচন আঞ্চলিক ও আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। সাবেক প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা মাহিন্দা রাজাপাকসে তার ভাই গতাবায়া রাজাপাকসেকে প্রার্থী ঘোষণা করেছেন। গতাবায়া সাবেক প্রতিরক্ষামন্ত্রী এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে।
২০১৫ সালের সংবিধান সংশোধনী অনুসারে দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারেন না। ফলে মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসতে চান। এজন্য প্রেসিডেন্ট পদে তার ভাইকে মনোনয়ন দিতে যাচ্ছেন। আগামী বছর শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) এখনও তাদের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী ও ইউএনপি নেতা রণিল বিক্রমসিংহে, উপ-নেতা ও মন্ত্রী সাজিত প্রেমাদাসা ও স্পিকার কারু জয়সুরিয়ার মধ্য থেকে কেউ প্রার্থী হতে পারেন।
জনতা ভিমুক্তি পেরামুনা দল প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অনুরা কুমার দিসানায়ককে নির্বাচন করেছে।
পিবিএ/বাখ