শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি প্রকাশ

তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পাশাপাশি দুই টেস্টের সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। শুক্রবার (২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা দলের এই সফরসূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের টেস্ট দুটি ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

আগামী ১ মার্চ ঢাকায় আসবে শ্রীলঙ্কা দল। ৪ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। একই মাঠে পরের দুটি টি-টোয়েন্টি ৬ ও ৯ মার্চ।

১৩, ১৫ ও ১৮ মার্চ তিনটি ওয়ানডের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ২২ মার্চ, চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৩০ মার্চ থেকে।

সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলঙ্কা। ওই বছর খেলেছিল শুধু তিনটি ওয়ানডে। সেবারই প্রথম লঙ্কানদের বিপক্ষে কোনো সিরিজ জিতেছিল বাংলাদেশ।

আরও পড়ুন...