শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

পিবিএ ডেস্ক: টি-টুয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ঘরের মাঠে লঙ্কানদের মুখোমুখি পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সরফরাজ।

শ্রীলঙ্কার হয়ে অভিষেক হয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান মিনদ ও ব্যাটসম্যান রাজপ্রকাশের। অন্য দিকে পাকিস্তানের একাদশে নেই ফখর জামান।

টি-টোয়েন্টি ইতিহাসে এর আগে কখনো দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেনি পাকিস্তান। দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে দলটি। ২০০৯ সালে লাহারে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয় । ঠিক তার ১০ বছর পরে সেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান।

পাকিস্তানের টি-টোয়েন্টি একাদশ:
সরফরাজ আহমেদ (অধিনায়ক),বাবর আজম,
আহমেদ শেহজাদ,উমর আকমল,আসিফ আলি,ফাহিম আশরাফ,ইফতিখার আহমেদ, মোহাম্মদ আমির,মোহাম্মদ হাসনাইন,মোহাম্মদ নওয়াজ,শাদাব খান।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি একাদশ:
দানুশকা গুণাথিলাকা,অবিশ্কা ফার্নান্দো,শেহান জয়সুরিয়া, বনুকা রাজাপ্রকাশ,মিনোদ ভানুকা,দাসুন শানাকা (অধিনায়ক),লক্ষণ সন্দকন,ইসুরু উদানা, ওয়ানিন্দু হাসরঙ্গ, কাসুন রাজিতা,নুয়ান প্রদীপ।

পিবিএ/ইকে

আরও পড়ুন...