পিবিএ স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে হারের পর ব্যাটিংয়ে অতি নির্ভরতাকে দায় দিলেন দলটির প্রধান নির্বাচক ও প্রধান কোচ মিসবাহ-উল-হক। দলটির দায়িত্বে থাকা সাবেক এই ক্রিকেটারের মতে, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়েও বাজে করেছে তার দল। সাম্প্রতিক সময়ের অপেক্ষায় অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে টি-টোয়েন্টি র্যার্ঙ্কিংয়ের শীর্ষ দলকে তাদেরই মাঠে টানা দুই ম্যাচে সহজেই হারিয়েছে শ্রীলঙ্কা। এক ম্যাচ বাকি থাকতে ঘরে তুলেছে সিরিজ।
গত বছরে পাকিস্তান ২৮ টি-টোয়েন্টির ২১টিতে জিতেছে, হেরেছে ৭টিতে। এর পাঁচটি এসেছে শেষ ৯ মাসে। শক্তি বাড়াতে এই সিরিজ দিয়ে দলে ফেরানো হয় উমর আকমল ও আহমেদ শেহজাদকে। প্রথম দুই ম্যাচে সুযোগও পান তারা। আকমল দুই ম্যাচেই পান গোল্ডেন ডাকের স্বাদ। ব্যর্থ হয়েছেন শেহজাদও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ম্যাচ হারার কারন জানতে চাইলে দলের প্রধান কোচ মিসবাহ বলেন -দেখুন খেলায় হারজিত থাকে। আমরা প্রতিটি বিভাগে পিছিয়ে আছি । বোলিং, ব্যাটিং এবং বিশেষ করে আমরা স্পিনের বিপক্ষে যেভাবে আউট হচ্ছি। ডেথ ওভারের বোলিংয়ে আমাদের সমস্যা আছে। শক্তি ও অভিজ্ঞতায় বেশ আগের থেকে বেশ পিছিয়ে শ্রীলঙ্কা দল।
মাঠে দুই দলের মধ্যে পরিষ্কার পার্থক্য ছিল। অনভিজ্ঞ হলেও ওরা ছিল সুশৃঙ্খল, সবকিছু ঠিকঠাক ভাবে করেছে। অন্যদিকে, আমরা নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছি। আশা করি পরের ম্যাচ থেকে ঘুরে দাঁড়াবে দল।
পিবিএ/বাখ