শ্রীলঙ্কায় আবারও কারফিউর

পিবিএ ডেস্ক: মুসলিম-বিরোধী দাঙ্গা ঠেকাতে টানা দ্বিতীয় রাতের মতো মঙ্গলবার দেশব্যাপী কারফিউর মেয়াদ বাড়িয়েছে শ্রীলঙ্কা। দেশটিতে ইস্টার সানডে হামলার রেশ ধরে মসজিদ এবং মুসলিমদের বিভিন্ন প্রতিষ্ঠানে অব্যাহত হামলার ঘটনা ঘটছে।

বিবিসি জানায়, সোমবার দাঙ্গাকারীরা একটি মুসলিম মালিকানাধীন দোকানে হামলা ও লুটপাট চালানোর সময় এক মুসলিমকে কুপিয়ে হত্যা করে।

এসব ঘটনায় উগ্র ডানপন্থী বৌদ্ধ সংগঠনের এক নেতাসহ কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাতিসংঘ সবপক্ষকে শান্ত থাকতে এবং ‘ঘৃণা প্রত্যাখ্যান’ করার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা থেকে কারফিউ বলবৎ করা হয়। তবে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে এটা আরও অধিক সময় কার্যকর থাকবে, যেখানে সবচেয়ে বেশি দাঙ্গার ঘটনা ঘটেছে।

এর আগে সোমবার স্থানীয় সময় রাত ৯টা থেকে শুরু হয়ে সাত ঘণ্টা ধরে বলবৎ ছিল রাত্রিকালীন কারফিউ।

এরই মাঝে শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমে অবস্থিত শহর কিনিয়ামায় একটি মসজিদের দরজা-জানালা ভাঙচুর করে দাঙ্গাবাজরা। পবিত্র কোরআনের কয়েকটি কপিও মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

তিন সপ্তাহ আগে ইস্টার সানডের সময় তিনটি গির্জা এবং তিনটি অভিজাত হোটেলে হামলায় ২৫০ জন নিহতের ঘটনায় দেশটিতে উত্তেজনা বিরাজ করছে। হামলার তিন দিন পর জঙ্গিগোষ্ঠী আইএস হামলার দায় স্বীকার করে।

পিবিএ/হক

আরও পড়ুন...