শ্রীলঙ্কায় টাইগারদের রানের পাহাড়

পিবিএ ডেস্ক: দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচে প্রথম দিন পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমে জহুরুল-সাদমান-মিঠুনের ব্যাটে দিন শেষে ৬ উইকেটে ২৭০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ এ দল।

হাম্বানটোটায় আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেনে ওপেনার সাদমান ইসলাম ও জহুরুল। দুজনে গড়েন ৯০ রানের জুটি। দুজনেই তুলে নেন অর্ধশতক। এরপর ব্যক্তিগত ৫৩ রানে বিদায় নেন সাদমান। পরবর্তীতে দ্রুতই ফিরে যান মমিনুল ও শান্ত।

পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে আবারো জুটি গড়েন মিথুন ও জহুরুল। দুজনে গড়েন ১৩৭ রানের বিশাল জুটি।শতকের দিকে এগুতে থাকেন জহুরুল। কিন্তু খুব কাছে গিয়ে ৯০ রানে ফিরে যান তিনি। এরপর মিথুন রান আউট হয়ে ফিরে যান ৯২ রানেই। দিন শেষে মিরাজ ৭ ও সৌম্য ৮ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় দিনশেষে সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ এ দল(প্রথম ইনিংস) ২৭০/৬(৮৫)
জহুরুল ৯০, মিথুন ৯২, সাদমান ৫৩,

পিবিএ/ইকে

আরও পড়ুন...