শ্রীলঙ্কায় ৩ মিনিট নীরবতা পালন

srilonka=nirabota-palon-PBA

পিবিএ ডেস্ক: শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলার ঘটনায় নিহতদের স্মরণে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। নিহতদের স্মরণে পালন করা হয়েছে তিন মিনিটের নীরবতা।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে জানা গেছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় নীরবতা পালন করা হয় ।

পাশাপাশি নিহতদের প্রতি সম্মান জানাতে তাদের বাড়ির বাইরে সাদা পতাকা উত্তোলন করতে বলা হয়েছে।

হামলার এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২৪ জনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের বর্তমানে হামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ইতোমধ্যে ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে জামাত আল-তাওহিদ আল-ওয়াতানিয়া নামে একটি গ্রুপ। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এদিকে, দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার মধ্যরাত থেকে সারা দেশে জরুরি অবস্থা জারি করেছে জাতীয় নিরাপত্তা পরিষদ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...