পিবিএ ডেস্ক: শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলা রুখতে ব্যর্থতার দায় নিয়ে এবার পদত্যাগ করলেন দেশটির পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দরা। এর আগে একই কারণে পদত্যাগ করেন প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফার্নান্দো ।
আলজাজিরা জানায়, শুক্রবার পুলিশ প্রধান জয়াসুন্দরার পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়েই তিনি পদত্যাগ করেছেন বলে জানান সিরিসেনা।
দুইদিন আগে প্রতিরক্ষা সচিব এবং পুলিশ প্রধানকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন তিনি।
প্রেসিডেন্ট বলেন, “শিগগিরই নতুন পুলিশ প্রধান নিয়োগ দেওয়া হবে।”
তবে দেশটির নিরাপত্তা বাহিনীর এ শীর্ষপদে নিয়োগ দেওয়ার আগে সাংবিধানিক কাউন্সিলের সিদ্ধান্ত নিতে হবে সিরিসেনাকে।
গত রোববার সকালে দেশটির খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে আত্মঘাতী হামলায় এখন পর্যন্ত ২৫৩ জন মানুষ মারা গেছেন। আহত হয়েছেন আরও ৫০০ জন।
এদিন তিনটি গির্জা এবং তিনটি হোটেল সহ এক যোগে মোট আটটি টার্গেটে বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় মুসলিম চরমপন্থী সংগঠন ন্যাশনাল তাওহীদ জামায়াতকে (এনটিজে) এ হামলার জন্য দায়ী করে শ্রীলঙ্কা সরকার। পরবর্তীতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে। এনটিজে-কে দিয়েই এ হামলা চালায় আইএস। তবে ভয়াবহ হামলার পেছনে আরও কয়েকটি গোষ্ঠীকে খুঁজছে পুলিশ।
পিবিএ/এএইচ