পিবিএ ডেস্ক : অভিনেতা হিসেবেই টালিগঞ্জে পথ চলা শুরু করেছিলেন দেব। বাংলা ছবির জগতে নিজের জায়গা খুব কম সময়ের মধ্যেই পাকাপোক্ত করে তিনি পা রেখেছিলেন রাজনীতির আঙিনায়। সেখান থেকে ধীরে ধীরে পা বাড়িয়েছেন প্রযোজনার দিকেও।
অবশেষে সেই ভূমিকার জন্যেও মিলল স্বীকৃতি। তাও আবার মাত্র দেড় বছরের মাথায়। প্রযোজক হিসেবে পেলেন জীবনের প্রথম পুরস্কার। জিতে নিলেন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম টুরিজম অ্যাওয়ার্ড। গতকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে আয়োজিত হয়েছিল পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের।
দারুণ এই খবর শুভাকাঙ্খীদের ট্যুইট করে জানিয়েছেন দেব নিজেই। ধন্যবাদ জানিয়েছেন সেই সব দর্শককে যাদের ভালোবাসা ছাড়া তার জীবনে এই দিন আসত না।
পিবিএ/জিজি