শ্রেষ্ঠ গুণী শিক্ষককের স্বীকৃতি পেলেন এস এম হায়াতুজ্জামান

শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গুণী শিক্ষক হিসেবে সারাদেশের মধ্যে ‘দ্বিতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ এর স্বীকৃতি পেয়েছেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

তিনি নড়াইল জেলা এবং খুলনা বিভাগে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পেয়ে জাতীয় পর্যায়ে তিনি দ্বিতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষকের স্বীকৃতি পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুণী শিক্ষক বাছাই প্রক্রিয়ায় একজন শিক্ষকের শিক্ষকতার অনন্যতার পাশাপাশি সামাজিক, মানবিক কার্যক্রম পুঙ্খানুপুঙ্খভাবে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় বাছাই কমিটি দ্বারা যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। শিক্ষক এস এম হায়াতুজ্জামান নেট দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়টি আজও স্বমহিমায় ভাস্বর হয়ে রয়েছে।

কোনো শিক্ষক অথবা শিক্ষার্থী দুরারোধ্য রোগে আক্রান্ত হলে এস এম হায়াতুজ্জামান ছুটে যান আক্রান্ত ব্যক্তির পাশে। মহামারী করোনার সময় তিনি আক্রান্তদের বাড়ি গিয়ে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করেন। জেলার স্কাউটিং কার্যক্রমকে গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভা শেষে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গুণী শিক্ষক এস এম হায়াতুজ্জামান কে শুভেচছাসহ সংবর্ধনা প্রদান জানান।

আরও পড়ুন...