সংবাদ সম্মেলন করবেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

 

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন
জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান

পিবিএ,ঢাকা: জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। রবিবার ৫মে, বেলা ১১টায় তিনি বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। এ তথ্য জানিয়েছেন জাপার গণসংযোগ শাখার জালাল উদ্দীন।

এর আগে শনিবার রাতে ছোট ভাই জিএম কাদেরকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষনা করে এরশাদ জানান, তার অবর্তমানে দলের চেয়ারম্যানের দায়িত্ব তার ছোট ভাই জিএম কাদের পালন করবেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি এখন অনেক সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারছেন না। সে কারণে তিনি সুস্থ না হওয়া পর্যন্ত জিএম কাদেরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। জাপার যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়সহ দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে এরশাদ এক সাংগঠনিক নির্দেশে বলেন, ‘আমি হুসেইন মুহম্মদ এরশাদ,জাপার চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, আমার অবর্তমানে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোট ভাই বর্তমান কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি পালন করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করার জন্য আমি জাপার সকল স্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানাচ্ছি ও নির্দেশ দিচ্ছি। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের নিয়মিত কার্যাবলি পালনে বিঘ্ন ঘটছে, সে কারণে আমি এ দায়িত্ব পালনের জন্য এখন থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গোলাম মোহাম্মদ কাদের এমপিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ করলাম।’

পিবিএ/এইচটি

আরও পড়ুন...