স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি: বিএনপি একটি গণতান্ত্রিক বড় দল হিসেবে সরকারকে সহযোগিতা করার কথা জানিয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, দেশের সংবিধান সংশোধনের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের নয়। সংবিধান সংশোধনের দায়িত্ব কেবল মাত্র নির্বাচিত সরকারের সংসদের। তাই দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়ে বিদায় নিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতি অনুরোধ জানান তিনি।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) সন্ধায় ১/১১’র দীর্ঘ ১৮ বছরর পর মানিকছড়ি উপজেলা বিএনপি আয়োজিত টাউন হল মাঠে শান্তি ও সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পাহাড়ে সার্বিক বিষয় বিরাজমান পরিস্থিতিতে শান্তি আসবেনা উল্লেখ করে ওয়াদুদ ভূইয়া বলেন, ৫৫বছরে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হয়নী। স্বজাতী কিংবা পাহাড়ি-বাঙ্গালীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে ঐক্যের প্রয়োজন। আস্থা, বিশ্বাস ও বন্ধত্ব স্থাপন করা গেলেই কেবল পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব বলে সন্তব্য করেন তিনি।
দীর্ঘ ১৫ বছর আওয়ামী দুঃশাষনের কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ফ্যাসিস্টদের অত্যচার নির্যাতনের কথা মনে হলে এখনো সাধারণ মানুষ ভয় পায়। এলাকার উন্নয়নের পরিবর্তে লুটপাট আর জবর দখল করে সম্পদের পাহাড় গড়েছে বলে মন্তব্য করেছে তিনি।
সমাবেশে মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, এনামের সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, যুবদলের সভাপতি মাহবুব আলম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম, প্রমুখ বক্তব্য রাখেন।