রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, গত ৬ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনের দ্বারা গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।
গত ১৮ সেপ্টেম্বর অধ্যাপক আলী রীয়াজকে কমিশনের প্রধান হিসেবে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরপর ৬ অক্টোবর ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হয়।